কমনওয়েলথ শর্ট স্টোরি পুরস্কার শ্রেষ্ঠ অপ্রকাশিত ইংরেজি ছোট গল্পের (২০০০-৫০০০ শব্দ) জন্য দেওয়া হয়। অন্যান্য ভাষা থেকে ইংরেজিতে অনুবাদিত গল্পও পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। প্রত্যেক বছর পাঁচটি কমনওয়েলথ এলাকা থেকে পাঁচজন বিজয়ী লেখক নির্বাচন করা হয়। আঞ্চলিক বিজয়ীরা £২৫০০ পুরস্কার পাবেন, এবং সার্বিক বিজয়ী £৫০০০ পুরস্কার পাবেন। যদি বিজয়ী গল্পটি ইংরেজিতে অনুবাদ করা হয়ে থাকে, অনুবাদকও অতিরিক্ত পরিমাণ পুরস্কার পাবেন।
যে লেখকরা বাংলায় লেখেন, কিন্তু যাঁদের গল্পের ইংরেজি অনুবাদ নেই, তাঁদের মূল বাংলায় গল্প জমা দেবার আমন্ত্রণ জানানো হচ্ছে। এই গল্পগুলি বিচার করার জন্য প্রথমে অভিজ্ঞতাসম্পন্ন পাঠকদের পড়তে দেওয়া হবে। মনোনীত গল্পগুলিকে ইংরেজিতে অনুবাদ করা হবে আন্তর্জাতিক বিচারক মন্ডলীর জন্য।
দয়া করে আপনার গল্প নিচের লিঙ্ক ব্যবহার করে অনলাইন প্রবেশপত্রের মাধ্যমে জমা দিন।
[button link=”https://www.commonwealthwriters.org/submit-an-entry/?preview=true”]পুরস্কার প্রবেশ করুন[/button]
কোনো প্রশ্ন থাকলে ইমেইলে যোগাযোগ করুন writers@commonwealth.int।